Home » সমুচা আনতেযেয় ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!

সমুচা আনতেযেয় ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!

কর্তৃক ajkermeherpur
68 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

তেলে ভাজা মুচমুচে সমুচা পছন্দ করেন না, এ অঞ্চলে এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। কিন্তু এই সুস্বাদু খাবারের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া এবং সেখান থেকে মারামারি হবে- তা বিশ্বাস করাও কঠিন।সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায়, স্বামী সমুচা আনতে ভুলে যাওয়ায় এক দম্পতির মধ্যে শুরু হওয়া ঝগড়া হিংসাত্মক রূপ নেয় বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। ঝগড়ার পর ওই নারী তার বাড়ির লোকজন ডেকে নিজের স্বামীকে জনসম্মুখে মারধর করে বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই নারী এবং তার ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, জেলার ভগবন্তপুরের বাসিন্দা শিবম এই বছরের মে মাসে একই জেলার বাসিন্দা সঙ্গীতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সূত্র: ঢাকা পোস্ট
সময় টিভি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন