Home » সরকারি রাস্তা দখলে বাঁধা: সাংবাদিকসহ দু’জন লাঞ্চিত, দোকান ভাঙচুর

সরকারি রাস্তা দখলে বাঁধা: সাংবাদিকসহ দু’জন লাঞ্চিত, দোকান ভাঙচুর

কর্তৃক ajkermeherpur
583 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুর শহরের কদমতলা মোড়ে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুন্নত আলী নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর ও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে হোটেল বাজার এলাকার প্রভাবশালী হাবিব ইকবাল, তার ছেলে সিফাতসহ সহযোগীরা এ হামলার ঘটনা ঘটায়। এর আগে ঘটনার ভিডিও ধারণ করায় বাংলাদেশ প্রতিদিন ও গ্লোবাল টেলিভিশন- এর মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও তাকে লাঞ্ছিত করে। মাহবুবুল হক পোলেন জানান, গত বৃহস্পতিবার দুপুরে পতিত আওয়ামী রীগ সরকারের ক্ষমতাচ্যুত জনপ্রশাসন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সামশুজ্জোহা সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন—এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেন। এ সময় হাবিব ইকবাল তার ওপর চড়াও হয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। পরে স্থানীয় সুন্নত আলী তাকে উদ্ধার করে মোবাইল ফিরিয়ে দেন। তিনি আরও বলেন, শুক্রবার সকালে হাবিব ইকবালের ছেলে সিফাত দেশি অস্ত্র নিয়ে আমার বাড়িতে যায়। আমি বাড়িতে না থাকায় সিফাত আমার বৃদ্ধ বাবা আশরাফুল হককে হুমকী দেয় এবং আমাকে ফোনে হত্যার হুমকি দেয়। এর পরপরই পূর্বের ঘটনার রক্ষাকারি সুনত্ন আলীর দোকান ভাঙচুর করা হয় এবং তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন পোলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন