আজকের মেহেরপুর ডেস্ক:
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুরের সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করার লক্ষ্যে সাংস্কৃতিক মন্ত্রণালয় সচিব মোহাম্মদ আবুল মনসুর মেহেরপুরের স্থান পরিদর্শন করেছেন।
বুধবার বিকালের দিকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর স্থান পরিদর্শনে আসলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান থাকে স্বাগত জানান। এ উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বরে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করার লক্ষ্যে এ পরিদর্শক বলে জানা গেছে।