Home » সাত নভেম্বর ছিলো বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

সাত নভেম্বর ছিলো বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

কর্তৃক ajkermeherpur
27 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে দেন এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এটি ছিল বাংলাদেশের প্রগতির এক ঐতিহাসিক মোড় বা টার্নিং পয়েন্ট।

শুক্রবার (৭ নভেম্বর) ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমান একদলীয় বাকশাল থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপ দেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন। তার রাষ্ট্র পরিচালনার চার বছরের মধ্যেই বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। সংবাদপত্রের স্বাধীনতা, জুডিশিয়াল কাউন্সিল গঠন এবং মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে তিনি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন।”

বর্তমান প্রেক্ষাপটে চক্রান্ত ও ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা আজও প্রাসঙ্গিক। সাত নভেম্বর আমাদের শেখায়—সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিতের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পথেই বাংলাদেশ এগিয়ে যাবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

০ মন্তব্য

You may also like

মতামত দিন