সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের চলমান কাজ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
শুক্রবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার বদ্দিতঘুরমা, মাটিয়ান হাওর, হালির হাওর, মহালিয়া হাওর, শনির হাওর সহ বিভিন্ন হাওরের নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
তিনি বলেন, চলতি মাসের মাধ্যমে অবশ্যই বোর ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করতে হবে। সঠিক সময়ে বাঁধের কাজ সম্পন্ন করতে কারো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ বাঁধের কাজ নিয়ে কোন প্রকার অনিয়ম দুর্নীতি করে তাহলে সে যত বড় মাপের নেতাই হোক তাকে ছাড় দেয়া হবে না। অসমাপ্ত বাঁধের কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য কঠোর নির্দেশনা দেন তিনি।
দিনব্যাপী পরিদর্শনকালে সাথে ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, তাহিরপুুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, উত্তর বড়দল ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, সাংবাদিক শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রী বৃৃৃৃন্দ।