Home » সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত,আহত-১

সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত,আহত-১

কর্তৃক xVS2UqarHx07
225 ভিউজ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বাধীন:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশবাজারের মেরুয়াখলা মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর একজন আরোহী গুরুতর আহত। নিহতের নাম মো. দিলসাধ মিয়া(৪৫)। তিনি জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ভীমখালি গ্রামের মো. এলকাছ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ২১ই আগস্ট শনিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের মেরুয়াখলা এলাকায় উপজেলা থেকে মাল বোঝাই করে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজারের মেরুয়াখলা এলাকায় আসার সময় মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটর সাইকেলের দুইজন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় দিলসাধ মিয়া রাত পৌনে ৯টায় মারা যান এবং অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আরোহীর নাম ও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করলেও ঘাতক চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন