Home » সুনামগঞ্জে বিজিবি’র অভিযান ভারতীয় চিনি ও কয়লা আটক

সুনামগঞ্জে বিজিবি’র অভিযান ভারতীয় চিনি ও কয়লা আটক

কর্তৃক xVS2UqarHx07
166 ভিউজ

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ প্রতিনিধি:

(২০২৩ ইং)০১ জানুয়ারি রবিবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি’র) অভিযানে চোরাই পথে আসা (ভারতীয় চিনি এবং কয়ল আটক।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় চিনাকান্দি বিওপির টহল দল (১ জানুয়ারি) রবিবার বেলা ১:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/২- এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে (৯০ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,০০০/- টাকা।

একই দিনে জেলার তাহিরপুর উপজেলায় লাউরগড় বিওপির টহল দল (৮:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে (২,৫০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা।

অপরদিকে চারাগাঁও বিওপির টহল দল (৮:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে (১,০০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২০,০০০/- টাকা।

সুনামগঞ্জ সদর উপজেলার
বনগাঁও বিওপির টহল দল (৫:৩০ ঘটিকায়) সীমান্ত মেইন পিলার ১২১৭ এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের রংগারচর নামক স্থান হতে (৮০ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৬০০/- টাকা।

২০২২ইং জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়
চিনাকান্দি বিওপির টহল দল (৩১ ডিসেম্বর) শনিবার ৯:০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২১০ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ভাংগারপাড় নামক স্থান হতে (৪৪ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৪০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পিবিজিএম
পরিচালক
মো: মাহবুবুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান

আটককৃত ভারতীয় চিনি এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বমোট সিজার মূল্য- ৯৩,০০০/-টাকা

০ মন্তব্য

You may also like

মতামত দিন