Home » সুনামগঞ্জ তাহিরপুরে উপজেলায় আ: লীগ নেতার বাড়িতে আগুন প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি

সুনামগঞ্জ তাহিরপুরে উপজেলায় আ: লীগ নেতার বাড়িতে আগুন প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি

কর্তৃক xVS2UqarHx07
536 ভিউজ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বাধীন:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব হাজী আব্দুল কুদ্দুস আলমের মাটিকাটা গ্রাম নিজ বাড়িতে রহস্যময় আগুন।

হাজী আব্দুল কুদ্দুস আলমের বড় ভাই হাজী বাসির সর্দার জানান।

একসঙ্গে থাকা প্রায় (১৫০বান টিনের) তিনটি ঘর পুড়ে ছাই হয়েছেন এবং ঘরে থাকা (৩টি গরু)
(২২ জোড়া কবুতর) ও ঘরে থাকা মালামালসহ প্রায় ১০লক্ষ টাকার কই ক্ষতি হয়েছেন।

হাজী আব্দুল কুদ্দুস আলমে চাচাতো ভাই মোস্তফা জানান আনুমানিক প্রায় রাত ১২টা দিকে আগুনে পোড়া টিনের টাস, টাস, শব্দে ঘুম ভাঙে তারপর ঘর থেকে বেরিয়ে দেখি দুজন মানুষ দৌড়ে চলে যাচ্ছে।

আগুন দেখে ওই লোকের পিছনে না গিয়ে চিৎকার করে সবার ঘুম ভাঙ্গায়।

তারপর আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে,চেষ্টা করলেও ফাগুনের গতি বেড়ে যাচ্ছে এবং তৎকালিক মুহূর্তে ঘরে থাকা (৪গুড়া) সেলু মেশিন ও পার্শবতী বাড়ি থেকে আরও দুটি ৪গুড়া) সেলু মেশিন দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

হাজী আব্দুল কুদ্দুস আলমের বড় ভাই জানান তাহিরপুর থানার এস আই নাজমুল হক বিষয়টি তদন্ত করেছেন এবং মামলার প্রস্তুতি চলে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন