Home » সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১ জন

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১ জন

কর্তৃক xVS2UqarHx07
272 ভিউজ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ বছর বয়সের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে অভিযুক্ত কিশোর কিবরিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কদমতলী গ্রামের কামাল মিয়ার ছেলে।

জানা যায়, ঘটনাটি শনিবার সন্ধ্যায় কদমতলী গ্রামের ঢুলকলমি বনে ঘটেছে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা করেছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। কিশোরীকে মেডিক্যাল টেস্টের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন