Home » হান্নান মাসউদের দ্বিতীয় বিবাহ: শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে।

হান্নান মাসউদের দ্বিতীয় বিবাহ: শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে।

কর্তৃক ajkermeherpur
14 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। দুজনের হাত বদল হওয়া আংটির ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তারা। তাদের পোস্টে অভিনন্দন জানিয়েছেন এনসিপি ও বাগছাসের একাধিক নেতা।

তবে হান্নান মাসউদের এটি দ্বিতীয় বিয়ে বলে জানালেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। একই সঙ্গে জানান তার প্রথম স্ত্রী নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

প্রথম বিয়ের পরে বিচ্ছেদও হয়েছিল জানিয়ে নির্ঝর বলেন, ‘বন্ধু মাসউদ বিয়ে করেছে! এইডাও নিউজ! প্রথম বিয়ে করে ডিভোর্সও হইছিল, সেসব নিয়ে নিউজ তো করেননি! মাসউদ আগেরবারের মতো ভুল যেন না হয়! দ্বিতীয় বিয়ের অভিনন্দন!’

নেটিজেনদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, ‘এখন আপনাদের প্রশ্ন, মাসউদের কি আগে বিয়ে হয়েছিল। জি, হ্যাঁ! তার প্রথম বউ নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী! আপনাদের তথ্যের সীমা খুব সীমিত বলে নতুন করে জানলেন কেউ কেউ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন