Home » ২৪৪ জন আওয়ামী কর্মী আটকের পর ঝটিকা মিছিল আগের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪৪ জন আওয়ামী কর্মী আটকের পর ঝটিকা মিছিল আগের তুলনায় কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্তৃক xVS2UqarHx07
30 ভিউজ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ‍্যা আগের তুলনায় কমেছে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণের সহযোগিতা পেলে সব ধরনের অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ঝটিকা মিছিল থেকে ২৪০ জনকে হাতেনাতে ধরার পর এ ধরনের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে। জনগণের সহযোগিতা পেলে সবধরনের অপরাধ কমে আসবে।’

এসময় সবার সহযোগিতা পেলে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণ নির্বাচনমুখী হলে দেশে সব অপরাধ কমে আসবে।’

এসময় রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিজেদের সক্ষমতা বৃদ্ধিতেতে ডিএমপিকে ২০টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন