Home » ‌মেহেরপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় মাহফুজুর রহমান রিটনের সমর্থকরা আনন্দ মিছিল করেছে

‌মেহেরপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় মাহফুজুর রহমান রিটনের সমর্থকরা আনন্দ মিছিল করেছে

কর্তৃক xVS2UqarHx07
251 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

‌মেহেরপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় মাহফুজুর রহমান রিটনের সমর্থকরা আনন্দ মিছিল করেছে।

রবিবার (১৯ জুন), বিকেলের দিকে মিছিলটি মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে বড়বাজার, হোটেল বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় প্রধান সড়কসহ সড়কের দু’পাশে শতশত রঙবেরঙের নারী পুরুষ নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটন কে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পৌর মেয়র রিটনও নৌকার আদলে তৈরি বিশেষ যানে চড়ে মিছিলের নেতৃত্ব দেন এবং দু’পাশের শুভেচ্ছা জানানো সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
আনন্দ মিছিলে মেহেরপুর শহরের সর্বস্তরের জনগণ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করলেও নারী সমর্থকরা সড়কে আনন্দে মেতে ওঠেন এবং বিভিন্ন ভঙ্গিতে নাচ শুরু করেন। যা সকলের নজরে পড়ার মতো এবং নারীদের নাচে মেহেরপুর শহর নতুন রুপে সজ্জিত হয়ে ওঠে।

পরে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে পৌঁছে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটন।
এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন