স্টাফ রিপোর্টার মেহেরপুর:
অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিলেন মেহেরপুর ১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান মেহেরপুর পৌর শাখার ০৩নং ওয়ার্ডে এক অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন মাওলানা তাজউদ্দীন খান। মানবিকতার পরিচয়ে তিনি আজ সেখানে উপস্থিত হয়ে অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যের খোঁজ নেন, পারিবারিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ ওই ব্যক্তির চিকিৎসা ও দৈনন্দিন সহায়তার বিষয়টি দীর্ঘদিন উপেক্ষিত ছিল। এ পরিস্থিতির কথা জানতে পেরে মাওলানা তাজউদ্দীন খান ব্যক্তিগত উদ্যোগে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের সদস্যদের মনোবল বাড়ানোর পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় তিনি বলেন,
“মানুষ মানুষের জন্য। অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।”
তার এই আগমনে এলাকায় ইতিবাচক সাড়া পড়ে এবং স্থানীয়রা মাওলানা তাজউদ্দীন খানের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
