Home » আওয়ামী লীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক, গোপালগঞ্জে আরও ১৩ নেতার পদত্যাগ

আওয়ামী লীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক, গোপালগঞ্জে আরও ১৩ নেতার পদত্যাগ

কর্তৃক xVS2UqarHx07
38 ভিউজ

গোপালগঞ্জের মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ১৩ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম ও গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় এবং টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মো. ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন পদত্যাগের ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

এর আগে এদিন সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর যুবলীগের সদস্য মো. সৈয়দ আল-আমিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মো. সৈয়দ আল-আমিন বলেন, আমি দীর্ঘদিন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম।

দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি সম্মান রেখে আমি স্বেচ্ছায় ও স্থায়ীভাবে ওই পদ থেকে সরে দাঁড়ালাম। আমি ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকব না।

০ মন্তব্য

You may also like

মতামত দিন