Home » আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম!

আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম!

কর্তৃক ajkermeherpur
18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

এবার জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার জন্য সমালোচনার মুখোমুখি হয় পুলিশ বাহিনী। ৫ আগস্টের পর নিরপরাধ পুলিশ সদস্যদের মনোবলও ভেঙে পড়ে। এ অবস্থায় বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয়।

প্রাথমিকভাবে র‍্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। সচিবালয়ের কর্মকর্তাদের পোশাকের ট্রায়ালও দেয়া হয়। তবে নতুন পোশাকের কাপড়ের রং নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তীতে পুলিশের গাঢ় নীল রঙের পরিবর্তে লোহা বা আয়রন রঙের পোশাক চূড়ান্ত করা হয়।

১৫ তারিখ থেকে পুলিশকে আর চিরচেনা পোশাকে দেখা যাবে না। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব স্তরের সদস্যরা এখন থেকে আয়রন রঙের পোশাক ব্যবহার করবেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এচ.এম. শাহাদাত হোসাইন বলেন, প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ ও পিবিআইয়ের সদস্যদের নতুন পোশাক দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুলিশের সব ইউনিটে এটি সরবরাহ করা হবে।

অন্যদিকে, র‍্যাবের পোশাক বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। র‍্যাব সূত্রে জানা গেছে, বাহিনীর সদস্যরা আপাতত কালো রঙের পোশাকই পরবেন। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম.জেড.এম. ইন্তেখাব চৌধুরী বলেন, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ততদিন পর্যন্ত পুরনো ডিজাইনের পোশাকই বহাল থাকবে।

এদিকে, অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু পোশাক নয়, পুলিশের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, পুলিশের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে নতুন পোশাক কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তুলতে প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন তিনি।

ট্যাগস

০ মন্তব্য

You may also like

মতামত দিন