ডেস্ক রিপোর্ট:
মেহেরপুরে প্রশাসনের কঠোর তদারকি: সার ডিলার গোডাউন নিরীক্ষা, বাজারে প্রচারণা ও আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে টহল জোরদার
মেহেরপুরে গণভোটকে সামনে রেখে প্রশাসনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আজ ০৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল থেকে জেলা প্রশাসনের বিভিন্ন টিম মাঠে নেমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচারণা কার্যক্রম এবং আচরণবিধি প্রতিপালন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে তদারকি
সহকারী কমিশনার (ভূমি) জনাব সুমাইয়া জাহান ঝুরকা এর নেতৃত্বে সকাল থেকে আমঝুপি ইউনিয়নে সার ডিলারদের গোডাউন ও দোকানপাটে আকস্মিক পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
নিরীক্ষাকালে সার ডিলারদের মজুদ, বিক্রয় মূল্য, সরকারি নির্দেশনা অনুসরণ এবং কোনো অনিয়ম হচ্ছে কি না তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।
একই সময় বাজার এলাকা, গণজমায়েতপূর্ণ স্থান এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গণভোটের প্রচারণা ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টহল টিম অব্যাহতভাবে কাজ করছে। ব্যবসায়ী, সাধারণ ভোটার ও পথচারীদের সাথে কথা বলে তাদের মতামতও শোনা হয়।
গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নে প্রচারণা ও আচরণবিধি প্রতিপালন কার্যক্রম
গাংনী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) জনাব নাবিদ হোসেন এর নেতৃত্বে তেতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণভোট বিষয়ে জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।
তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণার প্রচলিত নিয়মাবলী ব্যাখ্যা করেন এবং ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান নিশ্চিত করতে প্রশাসনের কঠোর প্রস্তুতির কথা জানান।
এছাড়া প্রচারণায় আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ বা ইঙ্গিত পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
প্রশাসনের বার্তা
উভয় টিমই স্থানীয় জনগণকে আশ্বস্ত করেছেন যে, গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে পাশাপাশি কাজ করছে।
