Home » আমঝুপিতে হিন্দু পরিবারের পাশে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার।

আমঝুপিতে হিন্দু পরিবারের পাশে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার।

কর্তৃক xVS2UqarHx07
36 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় আমঝুপি ইউনিয়নের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের হাতে চাল, ডাল, আটা, তেল, ও আলু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি। এ সময় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আমির মহসিন আলী, আমঝুপি রাধা মাধব মন্দিরের শারদীয় পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন হালদার, পূজা উদযাপন কমিটির সেক্রেটারি চন্দন কুমার বিশ্বাস, মঙ্গল কুমার বিশ্বাস , চাঁদবীল পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী জয়দেব হালদার প্রযুক্তি।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে জাব্বারুল ইসলাম মাষ্টার বলেন, “মানুষ মানুষের জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি সবসময় অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। নির্বাচন সামনে হলেও আমার এই কার্যক্রম শুধুমাত্র মানবিক দায়িত্ববোধ থেকেই।”

খাদ্যসামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং জাব্বারুল ইসলামের জন্য দোয়া করেন।

সঞ্চালনায় ছিলেন আমঝুপি ইউনিয়ন জামায়াতের ইসলামী অফিস সম্পাদক আজিজুল ইসলাম।

০ মন্তব্য

You may also like

মতামত দিন