আমঝুপি আইডিয়াল স্কুল নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে আইডিয়াল স্কুলের নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অধ্যক্ষ আমঝুপি আইডিয়াল স্কুল অধ্যক্ষের মারুফ আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মেহেরপুর সদর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার, মেহেরপুর সদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জয়নুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মেহেরপুর সদর। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু সাঈ। আমঝুরি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আহমেদ আলী। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুহুল আমিন। বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কাশেম। পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ রাশিদুজ্জামান। রঘুনাথপুর কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমূখ্য উপস্থিত ছিলেন ।