আমঝুপি অফিস:
আমঝুপি ইউনিয়নের এক নাম্বার ওয়াডের মেম্বার পদপ্রার্থীর হাফিজুর রহমানের মনোনয়নপত্র জমা।
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড খোকসা গ্রামের মেম্বার পদপ্রার্থী হাফিজুর রহমানের মনোয়নপত্র জমা দেন। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় খোকসা গ্রাম থেকে তিনটি মাইক্রোতে দলবল বেদে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়া হয়। তিনি বলেন আপনাদের দোয়া ও মূল্যবান ভোট চাই। আপনাদের পাশে থেকে এই ওয়ার্ডের হয়ে নিরলসভাবে মেধা ও শ্রম দিয়ে গ্রামের উন্নয়নের কাজ করতে চাই। তাই আপনার মূল্যবান ভোটটি দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন।
সেখানে উপস্থিত ছিলেন খোকসা এক নম্বর ওয়ার্ডের পদপ্রার্থী হাফিজুর রহমান, সাবেক মেম্বার হাছমউদ্দিন,ফিরোজ,আজজল,জিয়ারুল,বদু আরো অনেক জন ছিলেন প্রমুখ্য।