আমঝুপি অফিস:
আমঝুপি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিজয় দিবস পালন।
“বিজয় এবার জনতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন পরিষদের সচিব মৌসুমী খাতুন, হিসাবে রক্ষক মোহাম্মদ আসিফ, মেম্বার হাফিজুর রহমান হাফিজ, মেম্বার তৌফিকুল রহমান, মেম্বার আরিফ, মেম্বার সিরাজ, মেম্বার মকবুল, মেম্বার পিন্টু, মেম্বার মজিদ, মেম্বার আব্দুল্লাহ, মেম্বার সালমা, দফাদার মানজিরা,চৌকিদার আনারুল ইসলাম , ইমদাদুল ইসলাম, বিল্টু মিয়া , মিরাজ, মাওলা প্রমূখ্য।