আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ৪ টার সময় আমঝুপি বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজসেবক ও রাজনীতিবিদ শফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বীসহ গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

