প্রতিনিধি:রিদয় খান
“সবার আগে বাংলাদেশ, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন”— এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড কারিগর পাড়ায় নারী ও পুরুষ সমন্বয় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বিএনপি নেতা ও সমাজসেবক শফিকুল ইসলাম, মেম্বার তৌফিকুল ইসলাম, রানা, লিটন প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করতে এবং তৃণমূলের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে দলের কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান।

