Home » আমঝুপি বাজারে বিএনপির পথসভা, মাসুদ অরুনের পক্ষে ঐক্য ঘোষণা

আমঝুপি বাজারে বিএনপির পথসভা, মাসুদ অরুনের পক্ষে ঐক্য ঘোষণা

কর্তৃক ajkermeherpur
27 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ধানের শীষের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪নভেম্বর) বিকাল ৫টার সময় আমঝুপি বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, “মাসুদ অরুনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় আমরা দলের প্রতি কৃতজ্ঞ। এই মনোনয়ন মেহেরপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।”

অনুষ্ঠানে বিএনপির জাতীয়( নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের প্রতি পূর্ণ সমর্থন জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনীতি বিদ ও সমাজসেবক বিএনপি নেতা শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি ফয়জুল কবির, মেম্বার তৌফিকুল ইসলাম, মেম্বার পিন্টু , মেম্বার আরিফ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রাব্বি, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন