আমঝুপি অফিস:
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে বেশকিছু সময় কথা বলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান দীর্ঘ প্রায় দেড় বছর যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার ঘাটতি পুষিয়ে নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
পরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।