ডেস্ক রিপোর্ট:
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিক্তা খাতুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে এলাকার মুখ উজ্জ্বল করেছেন। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়সহ সমগ্র আমঝুপি এলাকায় আনন্দের জোয়ার বইছে।
আগে থেকেই মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে পরিচিত রিক্তা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭৩.৭৫ নম্বর পেয়ে তার সক্ষমতার প্রমাণ রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও দুইটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সফলতা অর্জন করে নিজেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করলেন।
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে রিক্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন— রিক্তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষার পথে অনুপ্রাণিত করবে।রিক্তা তার সফলতার পেছনে পরিবারের সহযোগিতা, শিক্ষকদের পরামর্শ এবং নিজের কঠোর পরিশ্রমকেই সবচেয়ে বড় শক্তি বলেআমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, রিক্তা ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করে দেশের সেবা ও উন্নয়নে অবদান রাখবে।
