আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সভাপতি সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শস্য হাসপাতালের মেডিকেল অফিসার ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডাক্তার মোঃ মেহেদী হাসান লিটন, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মেদ আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অতিথিরা তাদের সফলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা ও জনসেবার জন্য অনুপ্রাণিত করেন। সঞ্চালনায় করেন মেহেরপুর সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ফয়জুল কবির।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।