মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলি ঈদগাহ পাড়ায় চুরির চেষ্টা ব্যর্থ হয়ে ধস্তাধস্তিতে বাড়ির মালিকপক্ষের দুইজন আহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিজুলি ঈদগাহ পাড়ার বাসিন্দা মো. রবিউল (৪৫), পিতা ইছারদ্দীন, এর বাড়ির ছাদ দিয়ে এক চোর ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে তার ছেলেকে নিয়ে হাতে হাসুয়া নিয়ে ছাদে যান। তাদের উপস্থিতি টের পেয়ে চোর পালানোর চেষ্টা করে। এসময় বাড়ির মালিক ও চোরের মধ্যে ধস্তাধস্তি ও হাসুয়া দিয়ে কোপাকাপির ঘটনা ঘটে।
এ ঘটনায় চোর আঘাতপ্রাপ্ত হয়ে পালিয়ে যায়। আহত রবিউল ও তার ছেলে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে হঠাৎ ছাদে শব্দ শুনে তারা বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

