চুয়াডাঙ্গা প্রতিনিধি:
মাঠের পরে মাঠ চলেছে
গাঁয়ের পরে গাঁ,
কতো সুন্দর দেখতেরে ভাই
আমার এ বাংলা|
সবুজ শ্যামল বৃক্ষরাশি
ভারি চমৎকার,
বৃক্ষ সবুজ পাতা যেন
সোনার অলগ্ঙ্কার|
বিলে ঝিলে শাপলা শালুক
পদ্ম কলমি লতা,
রুপের ঝিলিক ছড়িয়ে দেয়
এরা যে রুপ দাতা|
মাঠের পর মাঠ চলেছে
গাঁয়ের পরে গাঁ,
কত সুন্দর দেখতে মরা
আমার এ বাংলা|