Home » আলমডাঙ্গায় আলোচিত মাদক ব্যবসায়ী আরতী দাসের বাড়িতে অভিযান, মিলল ২০১ বোতল মদ।

আলমডাঙ্গায় আলোচিত মাদক ব্যবসায়ী আরতী দাসের বাড়িতে অভিযান, মিলল ২০১ বোতল মদ।

কর্তৃক ajkermeherpur
14 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আলমডাঙ্গায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ২০১ বোতল বাংলা মদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী স্কুলপাড়ায় আলোচিত মাদক ব্যবসায়ী আরতী দাসের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে হারদী সেনাবাহিনী ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি যৌথ দল। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খুদিয়াখালী গ্রামের মাদক কারবারি আরতী দাস (৩০), তার স্বামী চয়ন দাস (৩৩), একই এলাকার মাধব দাসের দুই ছেলে সঞ্জয় দাস (২৫) ও জয় দাস (২০) এবং মৃত অধির দেবনাথের ছেলে অখিল দেবনাথ (৩৫)।

অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল খুদিয়াখালী স্কুলপাড়ায় আরতী দাসের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকেই আরতী দাস, চয়ন দাস, সঞ্জয় দাস, জয় দাস এবং অখিল দেবনাথকে গ্রেপ্তার করা হয়। এসময় আরতী দাসের বাড়ি থেকে ২০১ বোতল বাংলা মদ উদ্ধার করে যৌথবাহিনী।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন