Home » আলমডাঙ্গায় সেনা-পুলিশের যৌথ অভিযান: অস্ত্রসহ এক যুবক আটক।

আলমডাঙ্গায় সেনা-পুলিশের যৌথ অভিযান: অস্ত্রসহ এক যুবক আটক।

কর্তৃক ajkermeherpur
32 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মোঃ আব্দুল্লাহ হক,: চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি সফল যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। ভোর রাতে পরিচালিত এই অভিযানে অস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
জানা যায়, আজ ভোর রাতে আলমডাঙ্গা উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনী পূর্বপাড়ার বাসিন্দা সোয়াদ-এর বাড়ি থেকে ১টি শট গান, ৫ রাউন্ড গুলি, ৯টি ধারালো দেশীয় অস্ত্র এবং ১টি ঢাল উদ্ধার করে।
অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রসহ আসামী সোয়াদকে আটক করা হয়েছে। তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন