নিজস্ব প্রতিবেদক:
আলোচনা সভা ও র্যালীর মধ্যদিয়ে মেহেরপুরে কমিউনিটি পুলিশং ডে-২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে, মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি’র বিশেষ পুলিশ সুপার ড.আল-মামুনুল আনছারী।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলামের সঞ্চালনায় “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহিন,জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ আবুল বাশার।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বলেন, ১৯৭১ সালে পাক বাহিনির সাথে যুদ্ধে প্রথম মোকাবেলা করেছিল পুলিশ। করোনা কালীন সময়ে সন্তান যখন তার মাকে ফেলে রেখে গিয়েছিল।
স্বামী যখন তার স্ত্রী কে ফেলে রেখে গিয়েছিল, তখন পুলিশের সদস্যা সন্তানের ফেলে যাওয়া পিতাকে, স্বামীর ফেলে যাওয়া স্ত্রী কে পরম যত্নে সেবা দিয়েছেন। পরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন কাজে অবদান রাখায় এস আই নুরুন্নবী এবং গাংনী উপজেলা পুলিশিং কমিটির সদস্য সচিব মেসারফ হোসেন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয় পুলিশ সুপার মোঃ রফিকুল আলমের নেতৃত্বে র্যালীটি পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে পুলিশ লাইন মিলনায়তনে গিয়ে শেষ হয়।