Home » ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে হবে: এলডিপি মহাসচিব।

ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে হবে: এলডিপি মহাসচিব।

কর্তৃক ajkermeherpur
31 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে দলটির অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুবদলের উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি ওই দাবি জানান। এ সময় তিনি পিআরের নামে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের দাবির বিষয়টি উল্লেখ করে বলেন- ‘তারা শেখ হাসিনার স্বৈরাচারী কার্যক্রমের সহযোগী ছিল। স্বৈরাচারের দোসরের জন্য তৃতীয় কোন আইন বা নীতি হতে পারে না।’

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- ‘শেখ হাসিনার নেতৃত্বে ২৬টি রাজনৈতিক সংগঠন স্বৈরাচারকে দীর্ঘসময় সহযোগিতা করেছে। এই স্বৈরাচারীদের মধ্যে তাদের ১৪দল। তারপরে জাতীয় পার্টির বিভিন্ন গ্রুপ এবং চরমোনাইয়ের পীর সাহেবের কি একটা ইসলামিক পার্টি, ইসলামী আন্দোলন। এরা প্রত্যেকেই স্বৈরাচারের দোসর ছিল। আপনারা জানেন যে, চরমোনাইয়ের পীররা স্বৈরাচারের দোসর ছিল। আজকে আবার বড় গলায় কথা বলে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টিকে যদি দল হিসেবে কার্যক্রম বন্ধ করা হয়, আওয়ামী লীগসহ ১৪ দলকে যদি রাজনীতি থেকে বিরত থাকতে হয়, তাহলে চরমোনাইয়ের পীরকে এবং তার দলকেও রাজনীতি করা থেকে নিষিদ্ধ করার জন্য এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাচ্ছি।

সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, দলটির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

পৌর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি’র সঞ্চালনায়- স্বাগত বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া। অন্যদের মধ্যে বক্তৃতা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক যুবদল নেতা সোহেল খান। সম্মেলনে- প্রভাষক সাইফুল ইসলাম বাবরকে সভাপতি, রাজীব আহমেদ ভূইয়াকে সাধারণ সম্পাদক এবং মো. মাঈনুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক যুবদল এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন