Home » এই বিজয় আমার নয় ইউনিয়নবাসীর- ছানোয়ার হোসেন মোল্লা

এই বিজয় আমার নয় ইউনিয়নবাসীর- ছানোয়ার হোসেন মোল্লা

কর্তৃক xVS2UqarHx07
256 ভিউজ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি কে এম শাহীন রেজা:

৫ম ধাপের ইউপি নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১০নং উজানগ্রাম ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা বিপুল ভোটে জয়লাভ করেন।

তিনি আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে ভোট পেয়েছেন ৬১১৭টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা মার্কার আলাউদ্দিন বিশ্বাস পেয়েছেন ৪০৬৬ ভোট ও ইউপি’র বর্তমান চেয়ারম্যান সাবুবিন ইসলাম সাবু নৌকা মার্কায় নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ২৩৯৬ ভোট।

নির্বাচিত হওয়ার পর ছানোয়ার হোসেন মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, এই বিজয় শুধু আমার একার নয় এই বিজয় ১০ নং উজানগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগনের। বিশেষ করে মুরুব্বি, মা, বোনরা এবং তরুণ প্রজন্ম, তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল জয়লাভ করিয়েছেন আমি তাদেও প্রতি কৃতজ্ঞ। আমাকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমিও আমার সর্বোচ্চ দিয়ে তাদেরকে সেবা দিয়ে যাব এবং তাদের পাশে থাকবো।

ইউনিয়নের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব, পাশাপাশি ইউনিয়নবাসীর উন্নয়ন কাজ গুলো প্রত্যেকের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জনগণ আমাকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং উজানগ্রাম ইউনিয়নের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

০ মন্তব্য

You may also like

মতামত দিন