Home » ওসমান হাদিকে হত্যাচেষ্টা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ইশরাকের

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ইশরাকের

কর্তৃক ajkermeherpur
47 ভিউজ

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। জড়িতদের দূরত্ব গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ইশরাক হোসেন লেখেন, শরীফ ওসমান হাদির ওপর “কাপুরুষোচিত ও নেক্কারজনক হত্যাচেষ্টার হামলা” চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ‘নর্দমার কীট’ উল্লেখ করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।তিনি আরও বলেন, হাদীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। এদেরকে অবিলম্বে চিহ্নিত করতে সরকারের সকল গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।পোস্টে তিনি আহত শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা এবং তার জন্য দোয়া করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন