Home » কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রদীকে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি।

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রদীকে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি।

কর্তৃক ajkermeherpur
27 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, এই মুহূর্তে বরিশাল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন: মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এ মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করে। এই মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন