Home » কলকাতাতেও জোরালো ভূমিকম্প অনুভূত

কলকাতাতেও জোরালো ভূমিকম্প অনুভূত

কর্তৃক ajkermeherpur
1 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ভারতের কলকাতাতেও জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদু কম্পন। সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কম্পন শুরু হয়। বেশ কয়েক সেকেন্ড তা চলেছে।ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।

০ মন্তব্য

You may also like

মতামত দিন