Home » কারাগারে আ.লীগ নেতার মৃ/ত্যু

কারাগারে আ.লীগ নেতার মৃ/ত্যু

কর্তৃক ajkermeherpur
3 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

গাইবান্ধা কারাগারে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫০) মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন।

তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে। তিনি রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন। তিনটি বিস্ফোরক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর ঝিনেস্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পরদিন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে রোববার রিলিজ দেওয়ার পর আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তাকে কারাগারে আনা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্টিফিকেটে তার হৃদরোগসহ অন্যান্য শারীরিক জটিলতার কথা উল্লেখ ছিল।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তারিক রিফাতকে গ্রেফতার করা হয়েছিল। পরে অসুস্থতার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর সময়ই তিনি মৃত্যুবরণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন