Home » কার্পাসডাঙ্গায় জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

কার্পাসডাঙ্গায় জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

কর্তৃক ajkermeherpur
5 ভিউজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদার কার্পাসডাঙ্গার আদিবাসী পাড়ায় স্বর্গীয় হাজরা সদ্দার্রের ছেলে বিকাশ সদ্দার্রের শরিকানা জমির অংশ বুঝিয়ে না দিয়ে জোর করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সর্দ্দারের ছেলে শংকর সর্দ্দারের বিরুদ্ধে। বিকাশ সর্দ্দার বলেন, দআমার বাবা মারা গেছে। আমি আমার বাবার যে শরিকানা অংশ পাবো, সে অংশ পুরোপুরি বুঝিয়ে না দিয়ে আমি যে জায়গাতে অংশ পাবো, সেখানে ২ শতকের ওপর জমি দখল করে ঘর করছে শংকর সর্দ্দার। আমি তাকে বারণ করলেও সে কোনো কথা মানছে না। আমার শরিকানা জমিও সম্পূর্ণ তারা বুঝিয়ে দিচ্ছে না।’
তিনি আরও বলেন, শংকর সর্দ্দার জমির দলিল আছে দাবি করলেও তাও সে আমাকে দেখাচ্ছে না। সম্পূর্ণ দাপটে সে ঘর করছে। এ ঘটনায় তিনি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটা লিখিত অভিযোগ করেছে বলেও জানান।

এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আকরাম খান বলেন, বিকাশ একটা লিখিত অভিযোগ করেছে। আমি উভয়পক্ষকে ডাকলেও বিকাশই হাজির হয়নি। আর তাছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এসেছিল মোট চার জনের ৪ শতাংশ জমি। বিকাশ তার শরিকানা ১ শতাংশ জমিতে বসে আছে। বাকি যাদের তিন শতাংশ, তারাই সেখানে মিলে কাজ করছে।

এ বিষয়ে জানতে শংকরের সাথে কথা বলতে ঘটনাস্থলে গেলে তাকে পাওয়া যায়নি, তবে স্থানীয় বিপুল নামের এক ব্যক্তি জানান, বিকাশের যতটুকু জমি সে তার জমি দখল করে দোকান করে বসে আছে। বাকি আর জমি পাবে না। আরও বাকি তিন শতাংশ সকলে মিলে শংকরকে দিয়েছে, সে সেখানে ঘর করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন