কুমারখালী প্রতিনিধি এম এ শাহিন হোসেন:
কুষ্টিয়া কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় করা হয়। “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যর মধ্যে দিয়ে ২৮শে আগষ্ট সকাল ১০টায় কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা মৎস বীদ গৌতম কুমার রায় ও বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উলেখ্য ২৮শে আগষ্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম চলবে বলে জানা যায়।