কুমারখালী প্রতিনিধি আবু দাউদ রিপন:
কুষ্টিয়া কুমারখালীতে স্বল্প খরচে বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় পরিবারের মধ্যে বিশুদ্ধ নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে টিউবওয়েলর পানিতে আর্সেনিক পরিক্ষা করতে সহযোগিতা করছে ওয়েভ ফাউন্ডেশন। ৮ই ডিসেম্বর সকাল ১০ টায় কুমারখালী ওয়েভ ফাউন্ডেশন এরিয়া অফিসে আর্সেনিক পরিক্ষা করার সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন কুমারখালী এরিয়া অফিসের এ্যাকসেস প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামান, টেকনিক্যাল অফিসার খালেদ হাসান, মনিটরিং অফিসার আক্তারুজ্জামান, এরিয়া ম্যানেজার আঃ রশিদ, ইউনিট অফিসার মোস্তফা জামান ও হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম। ওয়েভ ফাউন্ডেশন অফিস সূত্রে জানা যায় প্রত্যক টিউবওয়েলের পানি পরিক্ষা করতে মাত্র একশত টাকা খরচ পরছে।