Home » কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪২৯ বর্ষবরণ পহেলা বৈশাখ পালিত

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪২৯ বর্ষবরণ পহেলা বৈশাখ পালিত

কর্তৃক xVS2UqarHx07
176 ভিউজ

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪২৯ বর্ষবরণ পহেলা বৈশাখ পালিত হল। কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাদকদলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেট হয়ে কালেক্টরেট চত্বরের বনবীথিতে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সরকারি দপ্তরসমুহ যোগদান করে। উক্ত শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম। মঙ্গল শোভাযাত্রা শেষে কালেক্টরেট চত্বরে বনবীথির গাছের ছায়ায় বাঙালির প্রাণের মেলা পহেলা বৈশাখের গান, কবিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ সারা বিশ্বের বাঙালির প্রাণের উৎসবের দিন। ধর্ম বর্ণ জাতিভেদে বাঙালির ঐক্যের দিন। তিনি আরও বলেন, আর্থ সামাজিক উন্নয়নের শপথ নিতে হবে আজকের দিনে। বাঙালি জাতিসত্বা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে বাঙালি চেতনায় গড়ে তুলতে হবে।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, সরকারী প্রকৌশলী (জিপি) এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু সহ আরো অনেকে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন