Home » কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে মেহেরপুর

কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে মেহেরপুর

কর্তৃক ajkermeherpur
231 ভিউজ

প্রতিনিধি: শুভ সাহা

মেহেরপুর জেলাজুড়ে আজ ভোর থেকেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

সকালে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। শীতের তীব্রতায় অনেকেই আগুন জ্বালিয়ে শরীর গরম করতে দেখা গেছে। শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়ার এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শীত মোকাবেলায় গরম কাপড় ব্যবহারের পাশাপাশি প্রয়োজন ছাড়া ভোরে বাইরে না বের হওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন