Home » খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ঝিনাইদহ জেলা পুলিশ

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ঝিনাইদহ জেলা পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
164 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কনফারেন্স রুমে সোমবার (০৬.১২.২০২১ খ্রিঃ) সকালে খুলনা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন,বিপিএম(বার) এর সভাপতিত্বে নভেম্বর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় নভেম্বর/২১ মাসে ঝিনাইদহ জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা,শ্রেষ্ঠ সার্কেল,ঝিনাইদহ সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা,ঝিনাইদহ সদর থানা মনোনিত হয়।

খুলনা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) মহোদয়ের নিকট হতে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল,শ্রেষ্ঠ সার্কেলের পুরষ্কার, শেখ মোহাম্মদ সোহেল রানা,অফিসার ইনচার্জ,ঝিনাইদহ থানা শ্রেষ্ঠ থানার পুরস্কার এবং ঝিনাইদহ থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ ইমদাদুল হক শ্রেষ্ঠ এসআই পুরস্কার গ্রহন করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ,বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার), ঝিনাইদহ জেলার সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহ জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম,অ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স),জনাব নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম),খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ ও সিআইডি’র কর্মকর্তাবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন