Home » খোকসা যুব সংঘের উদ্যোগে খোকসা গ্রামে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

খোকসা যুব সংঘের উদ্যোগে খোকসা গ্রামে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
17 ভিউজ

খোকসা যুব সংঘের উদ্যোগে খোকসা গ্রামে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে খোকসা যুব সংঘের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (রাত ৮টা) খোকসা যুব সংঘের অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে সংগঠনের অফিসে কিছু কম্বল বিতরণ করা হয়। পরে সংগঠনের সদস্যরা খোকসা গ্রামের অসহায় ও দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সরাসরি কম্বল পৌঁছে দেন।

অনুষ্ঠানে খোকসা যুব সংঘের সভাপতি শামসুজ্জামান হামিদুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংঘের উপদেষ্টা ও খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সামসুজ্জোহা সামিদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, সহ-সভাপতি আদম, যুব সংঘের সেক্রেটারি মো. সেলিম রেজা ও আব্দুল হামিদ।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক শরিফুজ্জামান টুটুল, সহ-সাধারণ সম্পাদক হেলাল, সাংগঠনিক সম্পাদক আবিরসহ নাজমুল, আজাদ, জমিরুল ইসলাম, সুমন, জামান, মাসুম রেজা, জিহাদ, ছবেদ, তারিক, নাইম, সিজান প্রমুখ।

খোকসা যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন