নিজস্ব প্রতিবেদক:
‘আপনার অধিকার আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১উপলক্ষে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি বিরোধী সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। পরবর্তীতে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা গাংনী উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থি’ত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।শুরুতেই গাংনী উপজেলা শিল্পকলা একাডেমি ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের কন্ঠে গণসঙ্গীত -দেশগান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী থানার ওসি তদন্ত শাহ আলম, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার কাজী মুনসুর আলী, গাংনী উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী প্রমুখ।
সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ,গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর ।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা-কর্মচারী,দুনীতি বিরোধী কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেত্রীসহ সন্ধানী স্কুল এন্ড কলেজ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।