Home » গাংনীতে এনসিপি প্রা’র্থী অ্যাড. সাকিল আহমেদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন।

গাংনীতে এনসিপি প্রা’র্থী অ্যাড. সাকিল আহমেদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন।

কর্তৃক xVS2UqarHx07
54 ভিউজ

মেহেরপুর-২ (গাংনী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার সকালে গাংনী ইউনিয়ন পরিষদে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছ থেকে অ্যাডভোকেট সাকিল আহমেদের প্রতিনিধি দল এ মনোনয়নপত্র সংগ্রহ করে। এ সময় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপি নেতারা জানান, মেহেরপুর-২ আসনে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে অ্যাডভোকেট সাকিল আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সামনে ব্যাপক জনসংযোগ ও প্রচারণা কার্যক্রম জোরদার করা হবে বলেও তারা জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন