গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে শামীম রেজা মিঠু (৩৫) নামের এক ওয়েল্ডিং ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি চৌগাছা মোল্লাপাড়ার মৃত খাজা আহম্মেদ মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন মিঠু। শনিবার সকালে দোকানের দরজা বন্ধ দেখে স্থানীয়রা সন্দেহ হলে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে মিঠু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
গাংনী থানার ওসি (তদন্ত) জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

