এস এম তারেক গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ২০২১-২০২২অর্থবছরের সম্বলিত ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি সহায়তা (ভর্তুকি মূল্যে)কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা চত্বরে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
এসময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল,গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন সহ সরকারি কর্মকর্তা,আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।