আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস গিয়ে লিখন(১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত লিখন উপজেলার পৌর এলাকার ভিটাপাড়া ০৭নং ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিখনের বাবা অসুস্থ থাকার কারণে ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি পৌঁছানোর ২০ মিনিট আগে অর্থাৎ অনুমানিক রাত আড়াই টার মায়ের সাথে মোবাইল কথা বলে। পরবর্তীতে পরিবারের লোকজন রাত তিনটার সময় ঢাকা থেকে বাড়িতে ফিরে এসে তাকে ছাপড়ার ঘরে আড়ার সাথে গলায় দিয়ে আত্মহত্যা করে। পরিবারের ধারণা প্রেম সংক্রান্ত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।
গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনো লিখিত অভিযোগ পায়, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।