Home » গাংনীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ভাইয়ের মৃত্যু

গাংনীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ভাইয়ের মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
361 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ভাই খলিল বিশ্বাসের (৬০) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খলিল বিশ্বাস গাংনী উপজেলার হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

নিহত খলিল বিশ্বাসের মেয়ে পারভিনা খাতুন জানান, গত শনিবার বাড়ির পাশে লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোট চাচা হবিবর রহমানের সাথে তার বাবা খলিল বিশ্বাসের বাকবিতণ্ডার একপর্যায়ে হবিবরের তার হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন আহত খলিল বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালের ভর্তি করে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে নেয়া হয়েছে। নিহতের পরিবার এজাহার দিলে তা গ্রহন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন এঘটনার সাথে জড়িতরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভভ হয়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন